• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই সনদের গেজেট প্রকাশ, এতে যা আছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৩:২৪ পিএম
জুলাই সনদের গেজেট প্রকাশ, এতে যা আছে

প্রতীকী ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আইন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এর মধ্য দিয়ে সনদটি এখন থেকে কার্যকর হলো।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির অনুমোদন নেয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাদেশে সই করেন।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল সই করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেন।

পরে জুলাই জাতীয় সনদে সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যা আছে জুলাই সনদে দেখতে ক্লিক করুন...

 

Wordbridge School
Link copied!