• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহবাগে ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশ নিয়ে রহস্য ও আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৭:৩৮ পিএম
শাহবাগে ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশ নিয়ে রহস্য ও আতঙ্ক

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে কয়েক খণ্ড করে দুইটি ড্রামে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে ঐ এলাকায় দুইটি নীল রঙের ছোট ড্রাম রাখা হয়। পরে বিকেলে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, দুপুর আড়াইটার দিকে একটি ভ্যান এসে ড্রামগুলো রেখে গেছে। প্রথমে মনে হয়েছিল ড্রামের মধ্যে চাল আছে। চাল মাটিতে ঢেলে দেওয়ার সময় মানুষের খণ্ডিত শরীরের অংশ বের হয়।

ওসি জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!