বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু উচ্চশিক্ষা বা ভালো ফলাফল অর্জন করলেই সমাজে ভালো ভূমিকা রাখা যায় না; সুশিক্ষা ও নৈতিকতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, আমাদের অনেকেই স্বশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। ভালো রেজাল্ট করি, উচ্চ ডিগ্রি অর্জন করি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও যাই—তবুও নৈতিকতার ঘাটতিতে কাজের মান কমে যায়। ভালো মানুষ হওয়াই সবচেয়ে জরুরি, আর সেই লক্ষ্যেই ক্যাডেট কলেজগুলো কাজ করছে।
নারীর ক্ষমতায়ন নিয়ে তার বক্তব্যে তিনি আরও যোগ করেন—দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
জেনারেল ওয়াকার বলেন, নারীদের এগিয়ে নিতে হবে। দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান বাড়লেই সত্যিকারের উন্নয়ন নিশ্চিত হবে।
তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রমে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান আনুষ্ঠানিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এম







































