ফাইল ছবি
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (২৪ নভেম্বর) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।
সুপ্রিম সুপারিশ অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) তাদের নামের পাশে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রস্তাব করেছিল। মন্ত্রণালয় সেই সুপারিশ অনুমোদন করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পূর্ববর্তী পদে ইনসিটু অবস্থায় কর্মরত থাকবেন। এছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে যোগদানপত্র পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
এই পদোন্নতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসএইচ







































