• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৫, ১২:১৭ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর প্রেস উইং মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংলগ্ন এলাকা থেকে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সাধারণত প্রেস উইং সপ্তাহে তিন দিন সংবাদ সম্মেলন করে, তার মধ্যে মঙ্গলবারও এটি অন্তর্ভুক্ত। তবে আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের মধ্যে জল্পনা তৈরি হয়েছে।

জল্পনা চলছে যে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর বর্তমানে মুমূর্ষু অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলমান। ধারণা করা হচ্ছে, তার শারীরিক অবস্থার বা বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনে কিছু ঘোষণা আসতে পারে।

এছাড়াও, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেশে ফেরার ব্যাপারেও সরকারের অবস্থান আজ প্রকাশিত হতে পারে। তবে এ পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এম

Wordbridge School
Link copied!