• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসাদুজ্জামান খান কামাল ফেরত দেবে ভারত, পরিস্কার জানালেন প্রেস সচিব


নিউজ ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ১২:২৪ পিএম
আসাদুজ্জামান খান কামাল ফেরত দেবে ভারত, পরিস্কার জানালেন প্রেস সচিব

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত আনা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি জানে–বুঝেই তিনি নিশ্চিতভাবে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে শফিকুল আলম এ বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, কামালকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচার সম্পন্ন করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামি বিনিময়ের সুযোগ রয়েছে। তবে চুক্তির বিভিন্ন শর্তের কারণে প্রক্রিয়াটি সরল নয়। প্রেস সচিব উল্লেখ করেন, গুম-খুনসহ গত ১৫ বছরের গুরুতর অপরাধে অভিযুক্ত কামালকে এ ভিত্তিতে ফেরানো হবে।

পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে লিখিত কোনো তথ্য নেই বলে জানান। ফলে শফিকুল আলমের মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—এ কি শুধুই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য, নাকি সরকারের পেছনের পদক্ষেপও আছে। শফিকুল আলম এ বিষয়ে বললেন, তিনি জেনে–বুঝেই তথ্যটি দিয়েছেন।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে একই ধরনের প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

এম

Wordbridge School
Link copied!