• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়, বেরিয়ে এলো ১২৭ কোটি টাকার লেনদেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৩৮ পিএম
হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়, বেরিয়ে এলো ১২৭ কোটি টাকার লেনদেন

ফাইল ছবি

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের সন্ধান পাওয়া গেছে।

সিআইডি সূত্রে জানা গেছে, এই বিপুল অঙ্কের অর্থের লেনদেন স্বাভাবিক আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। লেনদেনের ধরন, সময়কাল ও সংশ্লিষ্ট হিসাবগুলো বিশ্লেষণ করে অর্থ পাচারের শক্ত সন্দেহ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফয়সাল করিম মাসুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংক হিসাব ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন, সম্পদ অর্জনের তথ্য এবং সম্ভাব্য বেনামি হিসাব খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নেওয়া হবে।

সিআইডির এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পেছনে কোনো আর্থিক নেটওয়ার্ক বা সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত কি না, তা যাচাই করাই এই অনুসন্ধানের মূল লক্ষ্য। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!