ফাইল ছবি
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী পুলিশ প্রতিবেদন জমা পড়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা জানিয়েছেন তিনি।
সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে তথ্য দেন আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন করা হবে।
আইন উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে তৈরি হওয়া অনিশ্চয়তার একটি স্পষ্ট বার্তা এলো। একই সঙ্গে দ্রুত বিচারের দাবি নিয়ে রাজপথে চলমান আন্দোলন ও রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে সরকারের অবস্থানও এতে পরিষ্কার হলো।
এসএইচ







































