• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৫ ডিগ্রিতে নেমে এসেছে ঢাকার তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৩৪ এএম
১৫ ডিগ্রিতে নেমে এসেছে ঢাকার তাপমাত্রা

ঢাকায় ধীরে ধীরে জেঁকে বসছে শীত। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলেও সারাদিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকায় শীতের অনুভূতি বেড়েছে। আজ (২৪ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি আরও বাড়াতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৩ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম

Wordbridge School
Link copied!