• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভর্তি পরীক্ষার্থীদের কথা ভেবে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৩১ পিএম
ভর্তি পরীক্ষার্থীদের কথা ভেবে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কারণে ওই দিনের জন্য নির্ধারিত জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এ ঘোষণা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতিতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!