• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় শেষ, আবেদন ১৫ লাখের বেশি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ১০:৪৪ এএম
পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় শেষ, আবেদন ১৫ লাখের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর আর নতুন কোনো আবেদন গ্রহণ করা হয়নি।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশ ও দেশের বাইরে মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৮৬ জন।

দেশে নিবন্ধন সাড়ে সাত লাখের বেশি

ইসি সূত্রে জানা গেছে, দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সরকারি চাকরিজীবীরা—সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন।

এ ছাড়া—

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী: ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন

আনসার ভিডিপি সদস্য: ১০ হাজার ১০ জন

কারাগারে থাকা ভোটার: ৬ হাজার ২৮৩ জন

প্রবাসীদের মধ্যে সৌদি আরব শীর্ষে

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন এসেছে সৌদি আরব থেকে। দেশটিতে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। মোট ১২৩টি দেশের প্রবাসী ভোটার এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন।

প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। একই অ্যাপ ব্যবহার করে দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাগারের) ভোটাররাও নিবন্ধনের সুযোগ পান।

ভোট দেওয়ার সময়সূচি

নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ভোট দেওয়া ব্যালট ডাকযোগে ফেরত পাঠানো যাবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক প্রকাশ করা হবে। ভোটাররা সেখানে নির্ধারিত প্রার্থীর পাশে ‘টিক’ চিহ্ন দিয়ে পোস্টাল ব্যালট সম্পন্ন করবেন।

এম

Wordbridge School
Link copied!