• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসিতে আপিলের শুনানি চলছে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২৬, ১১:২৯ এএম
ইসিতে আপিলের শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে। 

শুনানি পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার। তারা আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী আপিল আবেদন শুনে নিষ্পত্তি করছেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। শুনানির প্রথম দিন ৭০টি আপিল আবেদনের শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে ২৫৬৮ জনের মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয় সোমবার থেকে। পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদনই ৬৩০টি। ১৫টি আবেদন রয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। 

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা।

এম

Wordbridge School
Link copied!