• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, মিলছে দুই দফায় টানা ছুটি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৩১ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, মিলছে দুই দফায় টানা ছুটি

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মোট ছয় দিনের দীর্ঘ ছুটি, তাও দুই দফায়। এই সময়কে কাজে লাগিয়ে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কিংবা ব্যক্তিগত কাজ সেরে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শবে বরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির ঘোষণা চূড়ান্তভাবে সে অনুযায়ী কার্যকর হবে। একই সঙ্গে জরুরি সেবাসংক্রান্ত দপ্তর ও সংস্থাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

এম

Wordbridge School
Link copied!