• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত দিল কমিশন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম
পে-স্কেল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত দিল কমিশন

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। দীর্ঘ আলোচনার পর গ্রেড সংখ্যা পরিবর্তনের প্রস্তাব নাকচ করে আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে কমিশন।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণে মতভেদ থাকায় পুরো বেতন কাঠামো এখনও চূড়ান্ত করা যায়নি। এই অনিশ্চয়তার মধ্যেই কমিশনের একজন খণ্ডকালীন সদস্যের পদত্যাগ কমিশনের ভেতরের অস্থিরতাকে সামনে এনে দিয়েছে।

পে-কমিশন সূত্র জানায়, গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা ও বাস্তবতা বিবেচনায় বর্তমান কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, গ্রেডে হাত না দিয়েই বেতন বৃদ্ধির সুপারিশ দেওয়া হবে।

সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়েও আলোচনা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অঙ্ক নির্ধারণে ঐকমত্য না হওয়ায় অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত আটকে আছে। সূত্রের ভাষ্য, এই দুটি অঙ্ক চূড়ান্ত না হলে পুরো পে-স্কেলের খসড়া প্রস্তুত করা সম্ভব নয়।

সর্বনিম্ন বেতন কত হবে, তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় আবার আলোচনা হওয়ার কথা। এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন বেতনের বিষয়ে নীতিগত দিকনির্দেশনা নিতে পারেন। এর আগে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাব আলোচনায় এসেছিল।

এই গুরুত্বপূর্ণ সময়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন কমিশনের খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দেওয়া ৩৩টি সুনির্দিষ্ট সুপারিশের কোনো প্রতিফলন কমিশনের কাজে না দেখে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা যখন তুঙ্গে, তখন বেতনের মূল অঙ্ক নির্ধারণে এই অচলাবস্থা ও কমিশনের অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!