• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে: প্রধান উপদেষ্টা 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:০০ পিএম
নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে: প্রধান উপদেষ্টা 

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রফেসর ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে দেশের গঠনমূলক পরিবর্তনের দরজা খুলে যাবে। নিজে সিল দিন, পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশের উন্নয়নের সুযোগ নেবো।’

তিনি ভিডিও-বার্তায় আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ নিয়ে এসেছে। এর ধারাবাহিকতায় আমরা কিছু সংস্কার করেছি। আরও গভীর সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি জরুরি, এজন্যই গণভোট আয়োজন করা হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। এতে সরকার ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পদে বিরোধী দল থেকে নির্বাচিত হবে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীন থাকবে, নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়বে, পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে এবং মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকবে না। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ প্রস্তাব এতে অন্তর্ভুক্ত।”

প্রফেসর ইউনূস দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন এবং রাষ্ট্রকে আপনার প্রত্যাশা অনুযায়ী গড়ার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।”

এসএইচ 


 

Wordbridge School
Link copied!