• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৩১ পিএম
পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ৪ ফেব্রুয়ারির মধ্যে জারি না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান জোটের প্রধান নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে আগামী ৫ ফেব্রুয়ারি সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, ২০০৯ সালে সপ্তম পে-স্কেল ঘোষণার পর ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হয়। এরপর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো পে-স্কেল ঘোষিত হয়নি। অথচ কমিশনের সুপারিশ অনুযায়ী এই সময়ে দুটি নতুন পে-স্কেল ঘোষণার কথা ছিল।

তিনি বলেন, এই দীর্ঘসূত্রতা ও অবহেলার কারণে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার ব্যাহত হচ্ছে। সরকার দ্রুত পে-স্কেল প্রজ্ঞাপন জারি না করলে রাষ্ট্রীয় কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংস্কারের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশন ইতোমধ্যে সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মতামত গ্রহণ করেছে। অনলাইন প্রশ্নমালা, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং আমলাতান্ত্রিক ও বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে কমিশন তাদের সুপারিশ প্রস্তুত করেছে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জোটের যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক মো. নুরুল আমিন হেলালী, সভাপতি মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাবিবুল্লাহ রাজু।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!