• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের সুপারিশ জমা আজ, সরকারি চাকরিজীবীরা যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০৯:২৪ এএম
পে স্কেলের সুপারিশ জমা আজ, সরকারি চাকরিজীবীরা যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ বুধবার (২১ জানুয়ারি) জমা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে বিকেলে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের নিয়ে প্রতিবেদনটি জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।

পে কমিশনের এক সদস্য জানান, নবম পে-স্কেলের প্রায় সব সুপারিশই চূড়ান্ত হয়েছে। কমিশনের সভায় খসড়া সুপারিশগুলো আরেকবার পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

সুপারিশ প্রকাশের বিষয়ে ওই সদস্য বলেন, কমিশনের কোনো সদস্যের কাছেই সুপারিশের কপি রাখা হবে না। এটি শুধু প্রধান উপদেষ্টার কাছেই সংরক্ষিত থাকবে। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় সীমিত সংখ্যক কপি মুদ্রণ করা হতে পারে।

সূত্র জানায়, বেতন কমিশন নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার প্রস্তাব দিয়েছে। আর পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, সেখানে নতুন স্কেলে তা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হচ্ছে ১:৮।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পে স্কেল বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালন ব্যয় খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে পুরো বেতনকাঠামো কার্যকর করতে গেলে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, প্রস্তাবিত বেতনকাঠামোয় নিচের ধাপের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যদিও কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন করা নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বেতনকাঠামো সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ করবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ছিল কমিশনকে।

বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন।

এম

Wordbridge School
Link copied!