• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রুবেল হোসেনের জন্মদিন আজ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৬, ০৯:৩২ পিএম
রুবেল হোসেনের জন্মদিন আজ

সোনালীনিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক পরিচিত নাম রুবেল হোসেন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই দাপুটে বল করে থাকেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই সেরা পেসারের জন্মদিন আজ। ১৯৯০ সালে ১ জানুয়ারি বাগেরহাটে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার ২৬ বছর বয়স পূর্ণ হয়েছে।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলেন তিনি। বর্তমানে ইনজুরিতে ভুগছেন এই টাইগার পেসার।  

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!