• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিমন্ত্রী ডা. মুরাদের নাচ-গান ভাইরাল (ভিডিও)


নিউজ ডেস্ক অক্টোবর ২০, ২০২১, ১০:০০ এএম
প্রতিমন্ত্রী ডা. মুরাদের নাচ-গান ভাইরাল (ভিডিও)

ঢাকা: বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় থাকা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের  পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওটি একটি বাংলা গানের। যেখানে অভিনয় করেছেন ডা. মুরাদ হাসান নিজেই।

ভিডিওতে আরো রয়েছেন - আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কুষ্টিয়া-৪ এর সাবেক সংসদ সদস্য সুলতানা তরুন। 

ভিডিওতে এ দুই প্রতিমন্ত্রী শুধু অভিনয়ই করেননি। নিজ কণ্ঠেই গেয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কালজয়ী ‘বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব’ গানটি।

ভিডিওতে দেখা গেছে, লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে গ্রামীণ যবুক বেশে জুনায়েদ পলক তার প্রিয় শহুরে বন্ধু ডা. মুরাদের অপেক্ষা করছেন। বন্ধুকে পেয়ে যারপরনাই খুশি পলক। গান গাইছেন তিনি। তালে তালে নাচছেন ডা. মুরাদ। দুই বন্ধু হাতে হাত ধরে গ্রামীণ মেঠো পথ ধরে দৌড়ে চলে গেলেন বাড়িতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন বড় বোন সুলতানা তরুন।

পলক ও ডা. মুরাদের কণ্ঠে কালজয়ী গানের এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে অনেককে।

জানা গেছে, ১০ বছর আগের ভিডিও এটি।  ২০১১ সালে বেসরকারি টিভিস্টেশন চ্যানেল আই- এর ঈদ আয়োজনে গান গেয়েছিলেন জুনাইদ আহমেদ পলক ও ড. মুরাদ হাসান। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Wordbridge School
Link copied!