• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হেফাজতে ইসলামের বিরুদ্ধে আরো ৬২ আলেমের বিবৃতি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২১, ০১:৫৭ পিএম
হেফাজতে ইসলামের বিরুদ্ধে আরো ৬২ আলেমের বিবৃতি

ঢাকা : হেফাজতে ইসলামের কর্মকাণ্ড বিষয়ে শনিবার ৫১ জন আলেমের বিবৃতির পর রোববার (১৮ এপ্রিল) দেশের আরো ৬২ জন আলেম আজ আরেকটি বিবৃতি দিয়েছেন।

মুফতি মওলানা ড. কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তারা হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।

বিবৃতিদাতা অন্যরা হলেন, মাওলানা হোসাইন মুরতাজা, মাওলানা আজমির বিন কাসিমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালেব আল ফারাবী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোরতজা আমান, মাওলানা আমিন হোসেন বিলালী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এহসানুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বদর উদ্দিন প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!