• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৯:৩৪ পিএম
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শনিবার বিকাল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা প্রতিনিধি দল অংশ নেবে বলে জানান শায়রুল।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আগামীকাল (শনিবার) বৈঠকে আলোচনা হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলটির পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবগুলো হস্তান্তর করা হয়েছে। এখন বিএনপির আলোচনা হবে দলের পক্ষে থেকে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে।

এমটিআই

Wordbridge School
Link copied!