ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সার্বজনীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম; সেই বাংলাদেশ গড়ায় আজ আবার শপথ নিলাম। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না বলেও ঘোষণা দেন তিনি।
জুলাই বিপ্লবে ভোলার সাহসী সন্তানরা সবচেয়ে বেশি প্রাণ দেওয়ায় ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ। এ সময় তিনি গত বছরের ১৪ জুলাই রাতের ও ১৫ জুলাইয়ের ঘটনাবলী তুলে ধরে বলেন, ১৫ জুলাই থেকে কোটা আন্দোলন রাজনীতিতে রূপ নেয়। আন্দোলন এখনো শেষ হয়নি।
বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাই পদযাত্রা উপলক্ষে ভোলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আইএ







































