• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জানা গেল মহাসমাবেশে কত টাকা খরচ করল জামায়াত


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২৭, ২০২৫, ০৯:১৭ এএম
জানা গেল মহাসমাবেশে কত টাকা খরচ করল জামায়াত

ঢাকা : দেশে বড় ছোট প্রতিটা দলই কম বেশি মহাসবাবেশ করে থাকে। কয় দলইবা মহাসমাবেশের খরচের হিসাব জনগণের সামনে প্রকাশ করেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন কাজই করেছে। তারা জানিয়েছে গত ১৯ জুলাই মহাসমাবেশে তাদের কত টাকা খরচ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই জামায়াতের মহাসমাবেশের খরচের পরিমাণ ১০০ থেকে ২০০ কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিওতে ডা. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনি। আমরা নিজেরাও কারও কাছে চাঁদা চাইনি। 

তিনি আরও বলেন, এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন। সমাবেশে নাকি ১০০, কেউ বলেন ২০০ কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে। অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার রয়েছে। আমার ধারণা ছিল, পৌনে ৩ কোটিতে আটকায়ে ফেলতে পারব। একটু এদিক-সেদিক হবে, এটি সাড়ে ৩ কোটি পর্যন্ত পৌঁছাবে, এর বেশি নয়, আলহাদুলিল্লাহ। এখন যার যে বিশ্লেষণ করার করবে।

সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না।

পিএস

Wordbridge School
Link copied!