• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘শাপলা কলি’ প্রতীকে মাঠে নামছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ০৮:৫০ এএম
‘শাপলা কলি’ প্রতীকে মাঠে নামছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে সরব হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে এবং দেশের সবকটি—অর্থাৎ ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, “আমরা জনগণের সঙ্গে থেকে কাজ করছি, মানুষের আস্থা অর্জন করেছি। এখন সময় এসেছে সেই আস্থা রাজনীতির ময়দানে তুলে ধরার। ইনশাআল্লাহ, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।”

তিনি জানান, গত জুন মাসে এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। তবে প্রত্যাশিত প্রতীক ‘শাপলা’ বরাদ্দ পেতে কমিশনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। শেষ পর্যন্ত দলটি ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

নাহিদ বলেন, “নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও আমরা মানুষের পাশে থেকেছি। জুলাই মাসের পদযাত্রায় আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের দ্বারে পৌঁছেছি এবং তাদের সমর্থন পেয়েছি। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হবে ‘শাপলা কলি’।”

দলটি চলতি মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলেও জানান এনসিপি আহ্বায়ক। তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। সংস্কার ও ন্যায়ের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি। এখন আমাদের লক্ষ্য—একটি ন্যায়ভিত্তিক, নাগরিকবান্ধব বাংলাদেশ গড়া।”

এম

Wordbridge School
Link copied!