বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তসমূহ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
জানা গেছে, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কৌশল এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত অবহিত করবেন বিএনপি নেতারা।
এম







































