অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। তাদের দাবি—নির্বাচনের আগে পৃথক তারিখে গণভোট আয়োজন করতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে এই অবস্থান উপস্থাপন করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় আজ (শুক্রবার) ঢাকায় পূর্বঘোষিত কর্মসূচি পালন করবে না আট দল। তবে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে।
তাহের সতর্ক করে বলেন, আপাতত তাদের নাম প্রকাশ করা না হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে তিনি প্রকাশ্যে নাম জানাতে বাধ্য হবেন।
ডা. তাহের আরও জানান, আট দলের শীর্ষ নেতারা ১৬ নভেম্বর বৈঠকে বসবেন। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এম







































