• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইট দিয়ে সহকারী শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা! 


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:০৭ পিএম
ইট দিয়ে সহকারী শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা! 

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুরে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে বিরোধের জেরে সহকারী শিক্ষক রাজীব বিশ্বাসের মাথা ফাটিয়ে দিয়েছেন যুবদল নেতা নয়ন হোসেন ও তার সহযোগীরা। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত রাজীব এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত নয়ন ফরিদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।

শিক্ষকরা জানান, চলমান পরিস্থিতিতে নির্দেশনা থাকায় পরীক্ষা বন্ধ রাখার কথা থাকলেও প্রধান শিক্ষক আব্দুর রব পরীক্ষার আয়োজন করেন। সকালে শিক্ষার্থীরা স্কুলে এলেও সহকারী শিক্ষকরা জানিয়ে দেন ক্লাস কিংবা পরীক্ষা কোনোই হবে না। বিভ্রান্ত অভিভাবকরা শিশুদের নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

পরিস্থিতি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ করেন। পরে শিক্ষার্থীদের ফের ডেকে সংক্ষিপ্তভাবে পরীক্ষা নেওয়া হয়। এ-সময় খবর পেয়ে কয়েক শ শিক্ষক স্কুলে জড়ো হন।

স্থানীয়রা জানান, উত্তেজনা বাড়তে থাকলে প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতাদের ফোন করেন। পরে যুবদল নেতা নয়ন, জবা এবং তাদের সহযোগীরা ঘটনাস্থলে এসে শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে রাজীব বিশ্বাসকে ইট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেন।

আহত রাজীব বিশ্বাস জানান, প্রধান শিক্ষক নির্দেশনা অমান্য করে পরীক্ষা নিতে চেয়েছিলেন। তাঁরা আপত্তি জানালে সন্ত্রাসী ডেকে তাঁদের ওপর হামলা করা হয়। তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।

অভিযুক্ত যুবদল নেতা নয়ন দাবি করেন, তিনি শুনেছেন শিশু শিক্ষার্থীদের কক্ষে আটকে রাখা হয়েছে। বিষয়টি দেখতে গেলে সহকারী শিক্ষকরা উল্টো তাঁদের ওপর চড়াও হন, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।

ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বিরোধ ছিল। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চান না।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!