• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নুরের আসনে দুই উপজেলা কমিটি বিলুপ্ত করলো বিএনপি 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৫ পিএম
নুরের আসনে দুই উপজেলা কমিটি বিলুপ্ত করলো বিএনপি 

ফাইল ছবি

নির্বাচনি রাজনীতির টানাপোড়েনের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পটুয়াখালী-৩ সংসদীয় আসনের এই দুই উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত করা হয়।

শনিবার ১৭ জানুয়ারি সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়েছে।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করার অবস্থানে ছিলেন এই দুই উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বরং তারা স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনড় ছিলেন।

এই অবস্থানকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় নেতৃত্ব। এরই পরিপ্রেক্ষিতে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রগুলো বলছে, আগামী দিনে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে নতুন করে সাংগঠনিক কার্যক্রম সাজানো হবে এবং শিগগিরই আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!