• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার


নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:২২ পিএম
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয় জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান শুরু হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর ও সুদানের নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ বলেন, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য গ্রেপ্তারদের বিষয়ে তদন্ত হচ্ছে। গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদরদপ্তরে নেওয়া হয়েছে। 

আইএ 

Wordbridge School
Link copied!