• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ১ আষাঢ় ১৪৩১

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট


নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২৩, ১২:০৫ পিএম
সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সদরঘাটের টার্মিনালে ময়ুরপঙখী নামের একটি লঞ্চে আগুন লেগেছে।

শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এ আগুন আলাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

তিনি জানান, বুড়িগঙ্গা সদরঘাটে থাকা ময়ূরপঙ্খী লঞ্চ এ আগুন লেগেছেন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি সদরঘাটে সকাল থেকে বিড়ানো ছিল। লঞ্চের ভিতরে কোন যাত্রী ছিল না। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রী শূন্য ছিল। এখন পর্যন্ত কোন হতাহতের খবরও আমরা পাইনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায় নি।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!