• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী  


লাইজুল ইসলাম জুলাই ১২, ২০২৩, ০২:১৪ পিএম
রাজধানীতে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী  

ঢাকা: দীর্ঘদিন পর বিএনপি সমাবেশ করছে তাদের দলীয় কার্যালয়ের সামনে। ঠিক একই দিনে বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগও তাদের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করছে।

এই পরিস্থিতিতে রাজধানীতে বেশ উত্তপ্ত পরিস্তিতি সৃষ্টি হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি যাতে সংর্ঘষ বা সহিংসতায় রূপ না নেয় সেজন্য সমাবেশ স্থলগুলোর আশেপাশে কঠোর নিরাপত্তা বলয় গরে তুলেছে পুলিশ ও র‌্যাব। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুতি নিয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীতে গণপরিবহন কম চলাচল করছে। এরপাশাপাশি ব্যক্তিগত গাড়িও সড়কে আজ নেমেছে কম। রাজধানীর পল্টন, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মিতিঝিল ও গুলিস্তান এলাকায় ব্যপক পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা সমাবেশ স্থলে যোগ দিয়েছেন।

রমনা পুলিশ ও মতিঝিল পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন। এছাড়া মতিঝিল ও রমনাসহ আশপাশে এলাকায় সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সোনালীনিউজকে বলেন, দুই পক্ষের সমাবেশকেই একটি নির্দিষ্ট নিয়ম মানতে বলা হয়েছে। তাদের নিরাপত্তায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে ঢাকা মহানগর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চলমান।


 
যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষেরই অনুমোদন আছে সমাবেশ করার। র‌্যাবের সদস্যরাও মাঠে আছে। সাদাপোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছে। আমরা বিশেষ করে সাইবার জগতে নজর রাখছি। যাতে সেখান থেকে কোনো ধরনের উষ্কানি না হয়। দুই দল তাদের সমাবেশ শেষ করে শান্তিতে বাসায় ফিরে যাবে এটাই আমরা আশা করি। যে কোনো পরিস্থিতি সামাল দিতে র‌্যাব প্রস্তুত আছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় শর্তসহ এই অনুমতি দেওয়া হয়। ডিএমপির কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক লিখিত স্মারকে এই তথ্য জানানো হয়।

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩টি শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!