• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বংশালে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২৪, ১২:৫৪ পিএম
বংশালে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল আলুবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম কুমিল্লার লাঙ্গলকোর্ট থানা এলাকার সুমন মিয়ার ছেলে। সে আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করত।

পথচারী মো. কাউছার জানান, বৃষ্টির সময় তারা কয়েকজন আলুবাজার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তারা দেখতে পায় ওই শিশু বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত দিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আছে। এরপর একটি মই দিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. কাউছার আরও বলেন, গতকাল রাতে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। এতে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। বৃষ্টির মধ্যে ওই শিশুটি হয়তো রাস্তা পার হওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!