• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কানাডা পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ১৩, ২০২৪, ০৫:১৫ পিএম
কানাডা পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

ঢাকা: কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারুক হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দিনগত মধ্যরাতে বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। এরপর শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ফারুক হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদারকে হত্যাসহ একাধিক মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক হাওলাদার। পেশায় তিনি একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী হলেও এর আড়ালে মানবপাচারের সঙ্গে জড়িত। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এর সুবাদে এলাকায় দলাদলি, হানাহানি ও দাঙ্গা লাগানোতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করতেন তিনি।

সবশেষ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান ফারুক হাওলাদার। শুকবার কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আইএ

Wordbridge School
Link copied!