ঢাকা : এমনিতেই ঢাকা শহর যানজটের শহর। কারণে-অকারণে যানজট লেগেই থাকে। এর মধ্যে যদি বড় কোনো জমায়েত হয় তাহলে তো কথাই নেই। ঢাকাজুড়ে যানজট বেড়ে যায় কয়েকগুণ। দিনভর দুর্ভোগ পোহাতে হয় ঘরের বাইরে বের হওয়া মানুষদের।
রাজধানীতে শুক্রবার (৮ নভেম্বর) ছুটির দিনও দেখা গেল এমন যানজট। কারণ বিএনপির র্যালি। র্যালি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে সমবেত হয়েছেন।
নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত র্যালির কারণে শুক্রবার (৮ নভেম্বর) ছুটির দিনেও রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। র্যালির কারণে রাজধানীর মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউসহ আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
যানজটে আটকা পড়া যাত্রাবাড়ীর যাত্রী ফয়সাল হোসেন বলেন, দেড় ঘণ্টা ধরে বাংলামোটর মোড়ে বসে আছি। ছুটির দিন আত্মীয় বাসায় বেড়াতে যাচ্ছি। কিন্তু এসে মনে হয় আজ পরিবার নিয়ে বাইরে বের হয়ে ভুল করেছি।
শাহবাগ থেকে ফার্মগেট যাওয়া কলেজছাত্র শফিক বলেন, বন্ধুর সাথে দেখা করতে ফার্মগেট যাব ভাবছিলাম। কিন্তু শাহবাগ এসে দেখি রাস্তা বন্ধ। এত দূর কিভাবে হেঁটে যাব। ছুটির দিন আরামে যাব ভাবছিলাম। এসে দেখি অবস্থা খারাপ।
কথা হয় শিকড় বাসের চালক জয়নাল মিয়ার সঙ্গে। তিনি বলেন, এমনিতেই শুক্রবার যাত্রী পাই না। তার ওপর আজ বিএনপির আন্দোলনের কারণে মৎস্য ভবনের সামনে গাড়ি দাঁড়ানো। যাত্রীরা সব নেমে গেছে। আমাদের তো পেট আছে। আমরা চলব কেমনে।
এদিন সরেজমিনে দেখা যায়, র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, এবং জাসাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা ব্যানারে অংশ নিয়েছেন।
বিকেল সোয়া ৩টার দিকে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন ও র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড়, বিচারপতির বাসভবন, কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও কলেজের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউ যায়।
এ বিষয়ে মতিঝিল ট্রাফিক বিভাগের একজন সহকারী কমিশনার জানান, মিছিল ও সমাবেশের কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। মতিঝিল থেকে মোহাম্মদপুর পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
এমটিআই