• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

রাজধানীতে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৫৭ পিএম
রাজধানীতে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় মো. আনোয়ার হোসেন নামে এক ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন।

নিহতের ছেলে অনিক বলেন, ‘আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বাসের চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!