• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পানির ট্যাংক পরিস্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪


নিজস্ব প্রতিবেদক:  জুন ২৯, ২০২৫, ১১:৫৩ এএম
পানির ট্যাংক পরিস্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

ঢাকা : রাজধানীর হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাজারীবাগের টেনারিমোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এতে বাসার মালিক, তার দুই মেয়ে ও এক শ্রমিক দগ্ধ হন। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ ও আরেক মেয়ে রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!