• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানমন্ডিতে জনসম্মুখে চাপাতি হাতে ছিনতাই, ভিডিও ভাইরাল


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ১০:০৬ এএম
ধানমন্ডিতে জনসম্মুখে চাপাতি হাতে ছিনতাই, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায় জনসম্মুখে চাপাতি হাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নামে পরিচিত রাসেল স্কয়ারের উল্টোপাশে লেকের পাশে ফুটপাতে এক ব্যক্তি চাপাতি হাতে আরেক ব্যক্তিকে ভয় দেখাচ্ছেন। ভয় পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ছুড়ে মারেন। এরপর ছিনতাইকারী এক হাতে ব্যাগ এবং অন্য হাতে চাপাতি নিয়ে ব্যস্ত রাস্তা পার হয়ে যান। এমনকি ট্রাফিক পুলিশের সামন দিয়েও নির্বিঘ্নে চলে যান। ঘটনাটি চলাকালে আশপাশে অনেক পথচারী ও যানবাহন চলাচল করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা জানায়, ঘটনাটি রাত ১২টার দিকে ঘটে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী এখনও থানায় কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ তাকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা করছে।

ঘটনাস্থলের পাশে ফুটপাতে জুয়েলারি পণ্য বিক্রি করা তানভীর আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ৯টার দিকে হঠাৎ একজন ব্যক্তি চাপাতি হাতে এসে এক পথচারীকে ধাক্কা দেয়। এরপর চাপাতি দিয়ে হালকা কোপ দেয়। তখন ভয়ে সেই ব্যক্তি তার ব্যাগ ফেলে দিয়ে বলে, ‘ব্যাগ নিয়ে যা, তাও কিছু করিস না। ’ এরপর ছিনতাইকারী ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে চলে যায়। আশপাশে অনেক লোক ছিল, কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসেনি।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমি ভিডিওটি দেখেছি। সেখানে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জেনেছি, ঘটনাটি রাত ১২টার দিকে ঘটেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। আমরা ভুক্তভোগীকে শনাক্তের চেষ্টা করছি। একই সঙ্গে ছিনতাইকারীকে ধরার অভিযানও চলছে। ভুক্তভোগী অভিযোগ না করায় ব্যাগে কী ছিল তা জানা যায়নি।

ঘটনার সময় ট্রাফিক পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি-এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সেই সময় রাস্তায় যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। ট্রাফিক পুলিশ ব্যস্ত ছিল যানবাহন নিয়ন্ত্রণে। ঘটনাটি তাদের পেছনে দ্রুত ঘটে যাওয়ায় তারা বিষয়টি বুঝে ওঠার আগেই ছিনতাইকারী পালিয়ে যায়।

এসআই

Wordbridge School
Link copied!