• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বাডস স্কুলের দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০৬:০২ পিএম
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বাডস স্কুলের দোয়া মাহফিল

ঢাকা: ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সাভার আশুলিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাডস স্কুল এন্ড কলেজ। 

অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে, প্রইমারী শাখার প্রধান শফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন- বাডস স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের রুহানী। 

এছাড়া আরোও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাসুদ রানা। উক্ত দোয়া মাহফিলের সভাপতি মাসুদুর রহমান বলেন, আজ আমরা এক গভীর শোক আর বেদনার মুহূর্তে একত্রিত হয়েছি। গতকাল দুপুর ১টার সময় মাইলস্টোন কলেজের যে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকসহ অসংখ্য প্রাণ ঝরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

এই দুঃখের ভাষা আমাদের জানা নেই। প্রাণ হারানো ছাত্ররা ছিল আমাদের জাতির ভবিষ্যৎ। তারা ছিল স্বপ্নবাজ, উদ্যমী, দেশপ্রেমিক। কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের কিছু করার নেই।

আজ আমরা বাডস স্কুল পরিবারের পক্ষ থেকে এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি-আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারবর্গকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

এ ঘটনা আমাদের জন্যও একটি শিক্ষা। জীবন খুবই অস্থায়ী। আমরা কেউ জানি না কখন, কোথায়, কীভাবে বিদায় নিতে হবে। তাই আসুন, আমরা আমাদের জীবনকে আল্লাহভীরু করে গড়ে তুলি, অন্যের জন্য কল্যাণকর কাজ করি, এবং এই দুনিয়াকে যেন একটু ভালো করে রেখে যেতে পারি।

পরিশেষে, আমি আবারো নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিশেষে দো'য়া ও মোনাজাত পরিচালনা করেন- অত্র প্রতিষ্ঠানের ভাইস-প্রিন্সিপাল মাওলানা জহির আলম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

এআর

Wordbridge School
Link copied!