ঢাকা : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের পর কেটে গেল পাঁচদিন। দুর্ঘটনার ৫ দিনেও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান বলেন, ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। শিক্ষার্থীদের ট্রমা এখনও কাটেনি। এ জন্য চলতি সপ্তাহেও স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী ট্রমার মধ্যে রয়েছে তাদের জন্য ক্যাম্পাসে তিনজন কাউন্সিলিংয়ের জন্য রয়েছেন। শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব নয়। কবে নাগাদ চালু হবে তা নিয়েও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি। তবে হয়তো আগামী সপ্তাহে ক্লাস চালু হতে পারে।
এ দিকে বিমান বিধ্বস্তের ৫ পাঁচদিন পর শনিবার (২৬ জুলাই) ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ (১৪) নামের দগ্ধ আরেক শিশু এবং স্কুলটির অফিস সহায়ক মাসুমা (৩৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন প্রাণ হারিয়েছেন।
পিএস







































