• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০৮:১৬ পিএম
বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা: বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির ৮ম মাসিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ।

সভায় বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সমিতির সদস্যবৃন্দ। এসময় বেশ কটি সিদ্ধান্তের মধ্যে আগামী ডিসেম্বরে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

Caption

সভাপতি মোহাম্মদ ইউনুছ এক প্রশ্নের জবাবে বলেন, এই প্লাটফর্মে বসে কীভাবে বিক্রমপুরের উন্নয়ন করব বিক্রমপুরবাসীর কীভাবে উন্নয়ন করব এছাড়া অন্য কিছু ভাবছি না। দ্বিতীয় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কার্যক্রমকে আরো বেশি প্রসারিত করতে হবে। এই বিষয়ে প্রচার সম্পাদক যারা আছেন তারা করণীয় ঠিক করুন। 

Caption

তিনি আরো বলেন, স্বপ্ন এমন এক জিনিস। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি এ স্বপ্ন না থাকলে আমরা বাঁচতে পারতাম না। আর এ দায়িত্ব খুরশিদ স্যার ও সালাম স্যারদের। তারা এই দায়িত্ব পালন করতে না পারলে তখন আমরা তাদের ধরব। 

Caption

সভায় সমিতির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইদুল ইসলাম খান, খাইরুল বারী মোল্লিক, সামসুদ্দিন আহমেদ সুমন, মো. মনির হোসেন, আমিনুল ইসলাম, সোহেল মোল্লা, মাজেদুল ইসলাম, এসএম আনোয়ারুল সাদাত, সাখাওয়াত হোসেন, শারমিন ইসলাম, মো. কামরুল হাসান, প্রফেসর ডা. দেওয়ান এমএ সাজ্জাদ।

এআর

Wordbridge School
Link copied!