• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্ন সাইটেও নিষিদ্ধ রাশিয়া? 


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:২৮ পিএম
পর্ন সাইটেও নিষিদ্ধ রাশিয়া? 

ঢাকা: ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বজুড়ে নানামুখী নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। ফেসবুক-টুইটারের মতো ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে বিধিনিষেধ।

এরই মধ্যে খবর ছড়িয়েছে, বিশ্বের প্রথম সারির অ্যাডাল্ট সাইট ‘পর্নহাব’-এ নিষিদ্ধ হয়েছেন রুশ নাগরিকেরা। রাশিয়া থেকে সাইটটিতে ঢুকলেই উড়তে দেখা যাচ্ছে ইউক্রেনের পতাকা।

এক রুশ নাগরিক বিষয়টি নিয়ে প্রথম টুইট করেন ২৫ ফেব্রুয়ারি সকালে। সোমবার দুপুর পর্যন্ত সেটি ১৪ হাজারের বেশিবার রি-টুইট হয়েছে। কোট-টুইট হয়েছে সাড়ে পাঁচ হাজারবারের বেশি। টুইটটি লাইক করেছেন প্রায় ৮০ হাজার মানুষ।

ওই রুশ নাগরিক লিখেছেন, ‘যে নিষেধাজ্ঞার কথা কেউ বলছেন না। (সেটি হলো) রাশিয়ান ব্যবহারকারীদের বলতে গেলে ব্লক করেছে পর্নহাব। তারা সাইটে ঢুকতে গেলেই একটি বার্তা দেখছেন, যেখানে বলা হচ্ছে কনটেন্টটি তাদের জন্য বন্ধ। সেই সঙ্গে উড়তে দেখা যাচ্ছে ইউক্রেনের পতাকা।’

এই টুইটের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে কিছু সংবাদমাধ্যম।

পাশাপাশি টুইটটি ঝড়ের গতিতে ছড়িয়েছে নেট দুনিয়ায়। এটি রি-টুইট করে অনেকেই পর্নহাবকে অভিনন্দন জানাচ্ছেন। একজন লিখেছেন, ন্যাটোর চেয়ে পর্নহাবের নিষেধাজ্ঞা অনেক বেশি শক্তিশালী।

তবে এসব অনলাইনে এসব উচ্ছ্বাস চলছে স্রেফ গুজবের ভিত্তিতে। বাস্তবে এ ধরনের কোনো পদক্ষেপই নেয়নি পর্নহাব।

টুইটার ব্যবহারকারীদের অনেকে ভিপিএন-এ রাশিয়ার লোকেশন ব্যবহার করে অবাধে ঢুকেছেন এই অ্যাডাল্ট সাইটে।

দেখা গেছে, ভিপিএন-এ রাশিয়ার লোকেশন ব্যবহার করে পর্নহাবে ঢুকলে শুরুতেই রুশ ভাষায় প্রাপ্তবয়স্ক (১৮ বছর) নিশ্চিত হওয়াসংক্রান্ত একটি বার্তা দেখা যায়।

একই সঙ্গে সাইটে ঢুকতে ইউরোপীয় সোশ্যাল নেটওয়ার্ক– ‘ভিকে’ ব্যবহারের শর্ত দেয়া হয়েছে। ভিকে অ্যাকাউন্ট তৈরির পর সহজেই প্রবেশ করা গেছে সাইটের হোমপেজে।

পর্নহাবে রাশিয়াকে নিষিদ্ধ করার তথ্য যে ভিত্তিহীন, তা তুলে ধরেও অনেকে টুইট করছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!