• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিপদের মুখে লক্ষাধিক অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী, যা জানা গেল


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক আগস্ট ৩১, ২০২৫, ০৫:৩০ পিএম
বিপদের মুখে লক্ষাধিক অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী, যা জানা গেল

ঢাকা: ভারত সরকার অ্যানড্রয়েড ব্যবহারকারীদের উদ্দেশ্যে জারি করল গুরুতর নিরাপত্তা সতর্কতা। বিশেষ করে অ্যানড্রয়েড ১৫ এবং অ্যানড্রয়েড ১৬ চালিত ডিভাইসগুলোর ব্যবহারকারীরা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমাজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)।

কী ধরনের ঝুঁকি?
সিইআরটি-ইন-এর মতে, এই নিরাপত্তা দুর্বলতাগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাকারের হাতে পৌঁছে দিতে পারে। এর ফলে ডিভাইসে ডিনায়াল অব সার্ভিস, অননুমোদিত প্রবেশ, এমনকি অর্থ চুরির মতো ঘটনাও ঘটতে পারে।

কারা ঝুঁকিতে আছেন?
অ্যানড্রয়েড ১৫ চালিত ফোনের পাশাপাশি স্যামসাংয়ের নতুন অ্যানড্রয়েড ১৬ চালিত ডিভাইসগুলোও এই ঝুঁকির আওতায়। তবে সমস্যা শুধু পুরনো অ্যানড্রয়েড ভার্সনে সীমাবদ্ধ নয়— সর্বশেষ সংস্করণেও একই ধরনের দুর্বলতা রয়েছে।

সমস্যার মূল কারণ-

ভারত সরকারি বুলেটিন অনুযায়ী, এই দুর্বলতা তৈরি হয়েছে অ্যান্ড্রয়েডের একাধিক গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে—

Framework

System

Kernel

Arm Component

Imagination Technologies

MediaTek Component

Qualcomm Component (ও ক্লোজড-সোর্স অংশ)

ব্যবহারকারীদের করণীয়-

নিয়মিত ফোনে সিকিউরিটি আপডেট ইনস্টল করতে হবে।

অবিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার এড়ানো উচিত।

সিস্টেমে কোনও সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে তা দ্রুত বন্ধ করতে হবে।

অ্যানড্রয়েডের প্রতিক্রিয়া-
অ্যানড্রয়েড কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের নির্দেশিত এই দুর্বলতাগুলো তারা শনাক্ত করেছে এবং আগস্ট ২০২৫-এর সিকিউরিটি বুলেটিনে বিষয়টি উল্লেখও করেছে। সমস্যাগুলো সমাধানে ইতিমধ্যেই আপডেট দেওয়া শুরু হয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!