• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালের বিপক্ষে অল্প সংগ্রহ পেল রাজশাহী


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২০, ০৯:০০ পিএম
বরিশালের বিপক্ষে অল্প সংগ্রহ পেল রাজশাহী

ছবি: সংগৃহীত

ঢাকা : চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার রাজশাহী ও ফরচুন বরিশাল। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজশাহী নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রাজশাহী। 

উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে ৩৯ রান তোলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শান্ত ও আনিসুল সমান ২৪ রান করে করেন।

চার নাম্বারে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন মোহাম্মদ আশরাফুল। তিনি ৪ বলে ৬ রান করে রান আউট হন। ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন মেহেদি হাসান। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা। এছাড়া ৩২ বলে ৩১ করেন ফজল মাহমুদ।

দারুণ বল করা কামরুল ইসলাম রাব্বি ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন। মেহেদি হাসান মিরাজ পান দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!