• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামের সহজ জয়, প্লে-অফ অনিশ্চিত বরিশালের


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০২০, ০৯:২৭ পিএম
চট্টগ্রামের সহজ জয়, প্লে-অফ অনিশ্চিত বরিশালের

ছবি: সংগৃহীত

ঢাকা : চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত সফলতম দল গাজী গ্রুপ চট্টগ্রাম আরও একটি অনায়াস জয় তুলে নিল। আরও একবার পরাজয়ের কালো ছায়ায় প্লে-অফ অনিশ্চিত হয়ে রইলো ফরচুন বরিশালের। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। 

এর আগে  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১৪৯ রান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সাইফ হাসান ও তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত সূচনা পায় তারা। উদ্বোধ্নী জুটিতে ১০.৫ ওভারে দুজন যোগ করেন ৮৭ রান। 

সাজঘরে ফেরার আগে সাইফ ৪৬ ও তামিম ৪৩ রান করেন। তাদের বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন বরিশালের ব্যাটসম্যানরা। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ২৮ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। এছাড়া ১৪ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। 

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য ও সৈকত মিলেই ৯.৩ ওভারেই ৭৯ রান তুলে ফেলেন। সৈকত ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নিলেও ব্যক্তিগত ১০ রানে আফিফ হোসেনের ক্যাচ মিসে জীবন পাওয়া সৌম্য ঠিকই ফিফটি তুলে নেন। শুধু তাই নয়, দলকে জয় থেকে মাত্র ৩১ রান দূরত্বে রেখে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬২ রানের ঝলমলে ইনিংস। ৩৭ বল স্থায়ী ইনিংসটি তিনি ৭ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন।

সৌম্য বিদায় নেওয়ার পর স্কোর বোর্ডে আরও ১১ রান যুক্ত হতেই মোহাম্মদ মিঠুন (৩) বিদায় নেন। সুমন খানের বলে উইকেটরক্ষক ইরফান শুকুরের হাতে ক্যাচ তুলে দেন চট্টগ্রামের অধিনায়ক। তবে বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন মাহমুদুল হাসান জনি ও মোসাদ্দেক হোসেন। ২৭ বলে ৩ চারে ৩১ রান নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জনি। ১১ বলে ১২ রান আসে আরেক অপরাজিত ব্যাটসম্যান মোসাদ্দেকের ব্যাট থেকে।

বল হাতে বরিশালের সুমন খান ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট তুলে নেন।  

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, শওকত আলী, সঞ্জিত সাহা, মেহেদী হাসান ও রুয়েল মিয়া।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!