ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয়, তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবেন না।
আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্ট কভার করার অনুমতিও দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। সেই প্রেক্ষাপটেও বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। সেই হিসাব ধরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আইসিসির নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনও করেছিলেন। শুধু বাংলাদেশ দলের ম্যাচ নয়, পুরো বিশ্বকাপ কাভারের প্রস্তুতিও নিয়েছিলেন অনেকে।
বাংলাদেশ খেলুক বা না খেলুক—বিশ্বকাপ কাভার করার ব্যাপারে দেশের সাংবাদিকদের আগ্রহ সবসময়ই ছিল উল্লেখযোগ্য। অনেকেই ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন আসরে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন এদেশের সাংবাদিকরা।
ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। সে কারণেই প্রায় সব বড় গণমাধ্যমই প্রতিনিধি পাঠিয়ে টুর্নামেন্ট কভার করে থাকে।
এম







































