• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপ বয়কট নিয়ে যা জানাল পাকিস্তান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:০২ পিএম
বিশ্বকাপ বয়কট নিয়ে যা জানাল পাকিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের অনাগ্রহ আর আইসিসির সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না টাইগারদের। তবে বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কটের কথা জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছিলেন, সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন। এরপরই তার সঙ্গে বৈঠকে বসেন মহসিন নাকভি।

তবে বিশ্বকাপ বয়কটের বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে আগামী সোমবার। বৈঠক শেষে নিজের এক্স অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন মহসিন নাকভি।

পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথেএকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এটি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছে।

এর মাঝেই জানা গেছে, বিশ্বকাপকে ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ।

এদিকে পাকিস্তানকে আগেই হুশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না, পিএসএলে খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না, এশিয়া কাপও খেলতে পারবে না পাকিস্তান।

পিএস

Wordbridge School
Link copied!