• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জয় দিয়েই বছর শুরু ম্যানইউর


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২, ২০২১, ১২:০৬ পিএম
জয় দিয়েই বছর শুরু ম্যানইউর

ঢাকা : ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে নতুন বছর শুরু করলো। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। 

অ্যান্থনি মার্শিয়াল ও ব্রুনো ফার্নান্দেজের গোলে নিজেদের মাঠে শুক্রবার (১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ম্যাচে জয় পায় অল রেডসরা। অ্যাস্টন ভিলার হয়ে একমাত্র গোলটি করেন বেরট্রান্ড ট্রাওরে। ম্যাচের ৪০ মিনিটে ওয়ান-বিসাকার বাড়ানো বলে হেডে করে গোল আদায় করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড মার্শিয়াল। 

৫৮ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান বুরকিনা ফাসোর ফরোয়ার্ড ট্রাউরে। তিন মিনিট পরই পেনাল্টি পায় ইউনাইটেড। পর্তুগীজ মিডফিল্ডার ফার্নান্দেজ সফল স্পট কিকে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টারের।

১৬ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও শীর্ষে রয়েছে লিভারপুল। কারণ ওল্ডট্রাফোর্ডের দলটির তুলনায় বর্তমান চ্যাম্পিয়নরা দুই ম্যাচ কম হেরেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!