• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২১, ১২:০৪ পিএম
লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

ঢাকা : সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষ স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে এখন ৩৬ পয়েন্ট দলটির। ৩৫ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।

তবে তিন ম্যাচ কম খেলেছে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে। তাই কাগজে কলমে তারা পিছিয়ে থাকলেও নেই খারাপ অবস্থানে। সেল্টা ভিগোর বিপক্ষে মার্কো অ্যাসেনসিওর ক্রস থেকে ৬ মিনেটে মাদ্রিদকে গোল উপহার দেন লুকাস ভাজকুয়েজ। ৫৩ মিনিটে মার্কো অ্যাসেনসিও  নিজেই যোগ করেন দ্বিতীয় গোল।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একইরাতে ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল আর্সেনালও। অথচ এরআগে টানা সাত ম্যাচ হারে লাল-সাদা শিবির। প্রতিপক্ষের মাঠে খেলার ২৩ মিনিটে কাইরান টিয়ারনের গোলে এগিয়ে যায় আর্সেনাল।

বুকায়য়ো সাকা এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। আর খেলার ৬০ ও ৬৪ মিনিটে পরপর দুই গোল করেন আলেকজান্দ্রে লাকাজেত্তে। বড় জয় নিশ্চিত হয় গানার্সদের।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!