• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার সেরা বোলিং শেষে যা বললেন মিরাজ


নিউজ ডেস্ক: জানুয়ারি ২২, ২০২১, ০৪:০৩ পিএম
ক্যারিয়ার সেরা বোলিং শেষে যা বললেন মিরাজ

ফাইল ছবি

ঢাকা: প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। মাত্র ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার। 

২০১৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। আজ সেটিকে ছাড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন<<>>পাঁচ বলেই ওভার শেষ মোস্তাফিজের

ক্যারিবিয়ানদের ইনিংস শেষে মিরাজ বলেন, ‘আমার পারফর্মেন্সে অনেক খুশি। গত ম্যাচে ভালো জায়গায় বল ফেলতে পারিনি। এই বিষয়ে সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যা অনেক কাজে দিয়েছে। আমাদের স্পিন কোচকেও অনেক ধন্যবাদ।
তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।’ 

আগের ম্যাচেও এক উইকেট পেয়েছিলেন মিরাজ।মিরাজ ছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজ ২টি করে উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন একটি উইকেট।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!