• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিতর্কের মধ্যেই নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০২১, ০৪:৩৯ পিএম
বিতর্কের মধ্যেই নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

সংগৃহীত

ঢাকা : সাম্প্রতিক সময়ে আলোচিত-সমালোচিত অলরাউন্ডার নাসির হোসেন। ঘরোয়া লিগে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২২ গজে অনুপস্থিত থাকলে বিয়ে নিয়ে আলোচনার শিরোনামে ছিলেন। বিষয়টি নিয়ে এখনও বিতর্কে ঝড়ে বিধ্বস্ত নাসির।

আর এই বিতর্ক পেছনে ঠেলে আলোচিত ক্রিকেটার নাসির হোসেন জাতীয় লিগের শুরুতেই দারুণ ব্যাটিং দেখালেন। যেখানে লিগ শুরু হওয়ার আগের দিন বলেছিলেন, এবারের আসরে ৮০০ বা ১ হাজার রান করতে চান।

মঙ্গলবার (২৩ মার্চ) ৯৩ রানে অপরাজিত থাকা নাসির বুধবার (২৪ মার্চ) সকালেই তিন অংক ছুঁয়ে ফেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি। 

এ দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রংপুর বিভাগের বিপক্ষে ৩৬৫ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে রংপুরের ব্যাটসম্যানরাও একের পর এক ব্যর্থতার পরিচয় দেন। সবার বিপরীতে দাঁড়িয়ে একাই দলের হাল ধরেন নাসির। শতক পূরণ করতে নাসিরের লেগেছে ২২০ বল।

নাসিরের শতরানের ওপর ভর করে ২৩০ রান সংগ্রহ করেছে রংপুর। ২৫২ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন নাসির। হাঁকিয়েছেন ৪টি ছক্কা ও ১১টি চার। এর আগে বল হাতে ৫ ওভারে ১০ রানের খরচায় ঢাকা বিভাগের একটি উইকেটও শিকার করেছিলেন নাসির।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!